Bosonto Batase বসন্ত বাতাসে

মন্ট্রিয়ল প্রবাসী সরোজ দাস আর রুবি তালুকদারের মেঝো মেয়ে সিসিলিয়ার অসাধারণ একটি কাজ। কানাডায় জন্ম ও বেড়ে ওঠা ছোট্ট এই মেয়েটি ইতিমধ্যেই এখানের মূল ধারার সঙ্গীতে নজর কাড়া অবস্থানে পৌঁছেছে। বাংলাদেশের বাউল শাহ আব্দুল করিমের গানকে পাশ্চাত্য সঙ্গীতের মিশেলে চমৎকার চিত্রায়নসহ ভিডিওটি কম্পোজ করা হয়েছে। অনেকটা একক প্রচেষ্টায় ১৩ বছর বয়সের এই মেয়েটি এগিয়ে যাচ্ছে। খুব ছোট যখন তখন থেকেই গানে আকৃষ্ট হয়ে ওঠে সে। ভিডিও ধারণে ওকে সহায়তা করে ওরই বড় বোন সিন্থিয়া – যে ২০১৮ এ ‘মিস টিনএজ, কানাডা’ এওয়ার্ড লাভ করেছিল। পাশ্চাত্যের সাথে প্রাচ্যের সংমিশ্রণ করে সিসিলিয়ার গাওয়ার উদ্দেশ্য – এখানের মূল ধারার সঙ্গীত পিপাসুদের কাছে বাংলার লোক সংষ্কৃতিতে পরিচিত করা, জনপ্রিয় করা। ও এরিমধ্যে অনেকগুলো গানের ভিডিও এলবাম করেছে। ইংরেজি, ফ্রেন্স ভাষার গানে অভাবনীয় পারদর্শী সিসিলিয়া বাংলা গানেও সমান মনোযোগী, আগ্রহী।
বিভিন্ন দেশের ভাষা আর গানের সুরকে বিশ্বজনীন করে তোলার স্বপ্নটা একেবারে ওর হাতের মুঠোয় চলে আসুক – এই অসীম কামনা রইলো বাংলাদেশি বংশোদ্ভূত মন্ট্রিয়ল-কন্যা, মেলোডি কন্ঠি আমাদের স্নেহের সিসিলিয়ার প্রতি।

Song : Bosonto Batase বসন্ত বাতাসে Singer : Sisilia সিসিলিয়া Lyric & Tune : Shah Abdul Karim শাহ আব্দুল করিম Music : Ashraful Pavel আশরাফুল পাভেল Videography : Sinthia সিন্থিয়া

 

 

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ