আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান। সোমবার (৩১ আগস্ট) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।
জানা গেছে, অনেক দিন ধরেই ঠান্ডা-জ্বরে আক্রান্ত ফারুক। গত ১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিছুটা সুস্থ হওয়ায় ২৬ আগস্ট হাসপাতাল থেকে বাসায় যান তিনি।
সোমবার আবার অসুস্থ হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বারবার অসুস্থ হওয়ায় ফারুককে নিয়ে চিন্তিত তার পরিবার ও ভক্ত-অনুরাগীরা। জানা গেছে, জ্বর, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ থাকলেও ফারুক করোনায় আক্রান্ত নন। কয়েক দফায় করোনা পরীক্ষা করা হলে তার রেজাল্ট নেগেটিভ আসে।
এ মুহূর্তে তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। কারো সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ।