লিখেছেন মাহমুদুল হাসান রুবেল
কানাডার জাতীয় নির্বাচনের পাঁচ সপ্তাহ আছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিশ্রুতি আসতে শুরু হয়েছে দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ থেকে।
এখন পর্যন্ত লিবারেল পার্টির জাস্টিন ট্রুডো যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা হলো- (১) ফেডারেল বাজেটে পরিবেশবান্ধব গাড়ি ক্রেতাদের জন্য ৩০০ মিলিয়ন ডলার উদ্দীপনা অনুদান থাকবে।
(২) প্রথমবারের মতো বাড়ি ক্রয়কারী ব্যক্তিদের জন্য থাকবে সস্তা মরগেজ এর ব্যবস্থা। (৩) কানাডিয়ান কোস্ট গার্ড এর জন্য লিবারেল দল ১৮ টি বৃহৎ জাহাজ সংযোজন করবে। (৪) ২০২১ সালের মধ্যে লিবারেল পার্টি টেকআউট এর জন্য ক্ষতিকারক প্লাস্টিক কন্টেইনার, চামচ নিষিদ্ধ করবে। (৫) জাস্টিন ট্রুডো প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্রেডিট কার্ড কোম্পানিকে ‘সোয়াইপ ফি’ প্রত্যাহার করা হবে। ফেডারেল ইনকরপোরেশন এর খরচ কমানো হবে। ফেডারেল ব্যবসা পরামর্শ ফি ফ্রি করে দেয়া হবে। ছোট ব্যবসায়ীদের জন্য পাইলট প্রজেক্টের মাধ্যমে ২০০০ উদ্যোক্তাকে সর্বোচ্চ ৫০ হাজার ডলার করে দেয়া হবে ব্যবসা শুরু করার জন্য। সেসাথে ২৫০ ডলার দেয়া হবে ওয়েবসাইট অথবা ই-কমার্স প্লাটফর্ম তৈরি করার জন্য।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছেন কনজারভেটিব পার্টির এন্ড্রু শিয়ার। তা হলো- (১) কনজারভেটিব পার্টি আয়কর ১৫% (যার আয় ৪৭৫০০) থেকে পর্যায়ক্রমে তা ১৩.৭৫% এ নিয়ে আসবে। এতে প্রতি বছর ৪৪৪ ডলার বাঁচবে। (২) চীন রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিবে কনজারবেটিব দল। ইসরাইলে কানাডার দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত করবে। (৩) ২০৩০ সালের মধ্যে কানাডার তেল কেবল কানাডিয়ানের হবে বলে প্রতিশ্রুতি দেয় দলটি। (৪) কনজারভেটিব সরকার রিফিউজি সংক্রান্ত কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি ‘দ্যা সেইফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট’ বাতিল করবে। (৫) জলবায়ু পরিকল্পনাতে দলটি ২.৫ বিলিয়ন ডলার বাজেট দিবে যাতে প্রাধান্য পাবে ‘টেক নট টেক্স’। (৬) কনজারভেটিব পার্টি সরকার গঠন করলে মেটারনিটি এবং প্যাটারনাল বেনিফিট ট্যাক্স ফ্রি করে দিবে। (৭) কনজারভেটিব সরকার ফিরিয়ে আনবে পাবলিক ট্রানজিট ট্যাক্স যা পরিবেশ বান্ধব পরিকল্পনার অর্ন্তগত। (৮) কনজারভেটিব সরকার বাতিল করবে কার্বন ট্যাক্স।
এনডিপির জগমিত সিং আকর্ষণীয় নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। (১) এনডিপি ঈগঐঈ-রহংঁৎবফ সড়ৎঃমধমবং এ যারা কোয়ালিফাই হয়েছেন কিন্তু তাদের একই বাজেটে বাড়তি রুম প্রয়োজন হলে ৩০ বছরের টার্মে মধ্যে আনতে চায়। আগামী এক দশকে দলটি ৫ লক্ষ নতুন সহজলভ্য বাড়ি তৈরি করবে। আলাদাভাবে বিনিয়োগ করবে কো-অপারেটিভ এবং নন-মার্কেট সহজলব্য বাড়ি। (২) এনডিপি প্রবর্তন করবে জাতীয় ফার্মাকেয়ার পরিকল্পনা। (৩) সরকারী ছুটি ঘোষণা করবে আদিবাসী দিবস উপলক্ষ হিসেবে। (৪) এনডিপি জয়ী হলেই ফেডারেল সর্বনিম্ন মজুরী ১৫ ডলার করা হবে। (৫) মোবাইল বিল এবং টেলিফোন বিল সহনীয় পর্যায়ে নিয়ে আসবে দলটি। (৬) যারা নতুন পরিবেশবান্ধব কানাডায় প্রস্তুতকৃত গাড়ি কিনবেন তাদের জন্য থাকবে নগদ উদ্দীপনা থাকবে। (৭) অটোমেটিভ উদ্ভাবন সেক্টরে ৩০০ মিলিয়ন ডলার বাজেট থাকবে যা কানাডার অটো জব সৃষ্টি করতে সহায়ক হবে।
গ্রীন পার্টির এলিজাবেথ মে তার নির্বাচনী প্রতিশ্রুতিতে কেবল তুলে ধরেছেন জলবায়ুর দিকটি। তেল আমদানী তিনি নিষিদ্ধ করবেন। কানাডার কৃষি, মৎস্য, বনজ সেক্টরে তিনি বিনিয়োগ বেশি করবেন।
নির্বাচনের দিন যত কাছে আসবে নতুন নতুন নির্বাচনী প্রতিশ্রুতিও আসবে।