বিশিষ্ট সমাজকর্মী, আমাদের সকলের প্রিয়ভাজন রত্নপাল বড়ুয়ার স্নেহবৎসল মামা এবং সঙ্গীত শিল্পী জয়শ্রী বড়ুয়ার মামা শ্বশুর শাকপুরা প্রবত্তক বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক “বাবু লোকপাল বড়ুয়া” ২ রা আগস্ট অপরাহ্ন ৩ ঘটিকায় চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে এই পৃথিবীর সকল মায়া ছিন্ন করে পরলোকে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সমাজহিতৈষী, মিষ্টভাষী, পরোপকারী ও সদ্ধর্মানুরাগী বরেণ্য এই ব্যক্তিত্বের মহা প্রয়ানে আমরা ” কানাডা বাংলাদেশে বুড্ডিষ্ট এসোসিয়েশন” এর পক্ষ থেকে গভীর শোক, পরিবারবর্গ ও আত্মীয় স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং মামার পারলৌকিক শান্তি ও স্বর্গসুখ কামনা করছি ।
লোকপাল বডুয়া জলদী গ্রামের একজন আলোকিত সন্তান, বরেণ্য মানুষ, আদর্শ শিক্ষক এবং মানুষ গড়ার কারিগর। তিনি আগষ্ট ১, ২০২০ পরপারে চলে গেলেন সবাইকে ছেড়ে । লোকপাল দাদার চিরবিদায় সত্যি বেদনাদায়ক । আরেকজন লোকপালের জন্মের জন্য অনেক যুগ অপেক্ষা করতে হবে। জীবনের শুরু থেকে তিনি সমাজের পরিবর্তনের জন্য এবং সমাজ সংস্কারে প্রয়াত মহামান্য সংঘরাজ ড. ধর্মসেন মহাথের মহোদয়ের একজন সহযোদ্ধা ছিলেন। সমাজের অনেক দু:সময়ে নিজের শ্রম, মেধা এবং ত্যাগ দিয়ে সমাজ সেবা করেছেন। অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। সারাজীবন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন। তাঁর ছোঁয়ায় অনেক ছাত্র আজ দেশের সুনাগরিক ।