যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক শিশুদের মধ্যে করোনা সংক্রমণ ঘটছে। দুই সপ্তাহেই প্রায় এক লাখ শিশুর শরীরে করোনা পজিটিভ এসেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, জুলাইয়ের শেষ দুই সপ্তাহে ৯৭ হাজারের বেশি শিশু করোনায় আক্রান্ত হয়।
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস অ্যান্ড দ্য চিল্ড্রেন হসপিটাল অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
এতে বলা হয়, ওই দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরে শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার ৪০ শতাংশ বৃদ্ধি পায়।
তবে বিভিন্ন অঙ্গরাজ্যে শিশুদের বয়সের মধ্যে একাধিক পার্থক্য রয়েছে। বেশ কিছু অঙ্গরাজ্যে এসব শিশুর বয়স ধরেছে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত, আবার আলবামা অঙ্গরাজ্য সে সীমা টেনেছে ২৪ বছর পর্যন্ত।
এদিকে মে মাস থেকে এখন পর্যন্ত ৮৬ জন শিশু করোনায় মারা গেছে। জর্জিয়ায় গত সপ্তাহে ৭ বছর বয়সী এক শিশু মারা যায়, যার মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না।
এ মাসের শুরুতে ফ্লোরিডাতে দুই শিশু মারা যায় ভাইরাসটিতে। এখন পর্যন্ত মার্কিন অঙ্গরাজ্যটিতে সাতজন শিশু মারা যায়।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬৫ হাজারের বেশি রোগী। শুরু থেকেই আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে আছে দেশটি।