ভোরের আলো রিপোর্ট: কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিটের মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। সরকারের তরফ থেকে চাকুরি খোঁজার জন্য উৎসাহিত করা হয়েছে। যখন সম্ভব হয় তখন কাজে যোগদান করতে বলা হয়েছে। এর আগে কভিড-১৯ এর কারনে চাকুরি হারানোদের প্রতি মাসে দুই হাজার ডলার করে দিচ্ছে কানাডা সরকার। আজ কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট- এর মেয়াদ আরও দুই মাস বাড়ানোর কথা জানান। মেয়াদ বাড়োনোর ঘোষণার সময় জাস্টিন ট্টুডো বলেন, অর্থনীতির চাকা ধীরে ধীরে সচল করতে হবে। এটাই সত্যি যে, তিন মিলিয়ন লোক এখন কাজ খুঁজছে। তাদেরকে সহায়তা দেয়ার জন্য কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট এর মেয়াদ বাড়ানো হল।