কামরানের দরজা ছিলো খোলা সবার জন্য

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসমপাতালে মারা গেছেন প্রবীন এই রাজনীতিবিদ।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর ফেসবুকে অনেকেই শোক প্রকাশ করেছেন। কামরানের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চিত্রশিল্পী সত্যজিৎ চক্রবর্তী ফেসবুকে লেখেন-

বিদায় বদরউদ্দিন আহমদ কামরান। আপনার মৃত্যুতে হাজার হাজার গরীব কাঁদবে, হকাররা কাঁদবে, গরীবের বন্ধু কামরান চলে গেলেন বলে। কামরানের সাথে দেখা করতে চেয়ে পারিনি এই অভিযোগ সম্ভবত শয়তানও তুলতে পারবে না। কামরানের দরজা ছিলো খোলা সবার জন্য, কামরানের বুকে ময়লামাখা শরীরও ঠাঁই পেত পরম মমতায়। মানুষের অসংখ্য ভুল থাকে জীবনে। রাজনীতিবিদদেরতো থাকেই, তাও যে মানুষের জন্য গরীব দুঃখি কাঁদে তাকে শেষবিচারে শ্রদ্ধাপূর্ণ অভিবাদন জানাতেই হয়। সশ্রদ্ধ সালাম
হে বন্ধু বিদায়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ