নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে প্রবাসীদের সতর্ক করতে নানা আয়োজন করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) এশিয়ান নেটওয়ার্ক শাখা। রেডিওটির এমফমের পাশাপাশি ডিজিটাল ভার্সনে সিলেটি এবং ‘প্রমিত’ বাংলাসহ দক্ষিণ এশিয়ার মোট সাতটি আঞ্চলিক ভাষায় পরামর্শমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।
বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ এশিয়ান কমিউনিটির মানুষদের করোনা থেকে দূরে রাখতে এই আয়োজন। লন্ডনে যত বাংলাদেশি থাকেন, তাদের অধিকাংশই সিলেটের নাগরিক।
যুক্তরাজ্যের পাবলিক হেলথ বিভাগের তথ্য থেকে জানা গেছে, দেশটিতে শ্বেতাঙ্গদের থেকে কৃষ্ণাঙ্গ কিংবা এশিয়ান অঞ্চলের মানুষ বেশি মারা যাচ্ছেন। তারা যেন আরও ভালো করে পরামর্শগুলো বুঝতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে।
বিবিসি এশিয়ান নেটওয়ার্কের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রীতা চক্রবর্তী নামের এক উপস্থাপিকা বাংলা দিয়ে শুরু করছেন।
তাকে বলতে শোনা যায়, ‘ব্রিটিশ এশিয়ান কমিউনিটির জন্য করোনা ভাইরাস একটি বিশাল হুমকি।’ এরপর অন্য একজন বলছেন উর্দুতে।
এভাবে পাঁচ নম্বরে আসে সিলেটি ভাসা। কুওয়াসা আলম নামের এক যুবক বলেন, ‘ব্রিটিশ ডাক্তার লগে কাজ করিছি এশিয়ান নেটওয়ার্ক…যদি ভিডিও শেয়ার করবার লাগি হোয়েক্টা ভাষায়…যেমন সিলেটি…।’
সাতটি ভাষার মধ্যে বাকি পাঁচটি গুজরাটি, পাঞ্জাবি, হিন্দি, উর্দু এবং তামিল।