মেসির সঙ্গে খেলা সহজ নয়, লাউতারোকে সতর্ক করলেন স্যাভিওলা

লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে আগামী মৌসুমে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে চায় বার্সেলোনা। লাউতারোও স্পেনের ক্লাবটিতে যেতে ইচ্ছুক। কিন্তু ঝোঁকের বসে তাকে কোনো সিদ্ধান্ত নিতে নিষেধ করলেন লিওনেল মেসির এক সময়ের সতীর্থ হ্যাভিয়ার স্যাভিওলা। কারণ মেসির সঙ্গে খেলাটা সহজ হবে না বলে মনে করেন সাবেক এ বার্সেলোনা তারকা।

তবে বার্সেলোনার সাবেক খেলোয়াড় হিসেবে লাউতারোর মতো খেলোয়াড়কে এ ক্লাবে দেখতে চাইছেন স্যাভিওলা। তবে তাকে বাস্তবতাও মনে করিয়ে দিচ্ছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামের লাইভে ফুটবলভিত্তিক গণমাধ্যম গোলের সঙ্গে আলোচনায় সময় স্যাভিওলা বলেন, ‘সত্যি বলতে কি সে (লাউতারো) এমন একজন খেলোয়াড় যে বার্সেলোনার জন্য দারুণ কিছু হতে পারে। আমরা জানি মেসি, সুয়ারেজ ও অন্যান্য মহান খেলোয়াড়দের সঙ্গে খেলার মানে কি হতে পারে। আমি বলবো না যে, তাদের সঙ্গে খেলাটা এতো সহজ হবে।’

২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বার্সেলোনায় খেলেছেন স্যাভিওলা। সে সময় উত্থান হয় মেসির। তাই সতীর্থের গতি সম্পর্কে কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে স্যাভিওলার। জাতীয় দলেও একত্রে খেলেছেন। এছাড়া মেসির আরেক জাতীয় দলের সতীর্থ পাওলো দিবালার উদাহরণও টেনে আনেন স্যাভিওলা, ‘দিবালা বলেছিল মেসির সঙ্গে খেলা খুবই কঠিন এবং আমি তখন তাকে সমর্থন করেছিলাম। কারণ তার (মেসি) সঙ্গে খেলতে হলে তার গতি সঙ্গে মিলিয়ে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। এটা সহজ মনে হচ্ছে আসলে না।’

কদিন আগে লাউতারোকে বার্সেলোনায় যেতে এক প্রকার নিষেধই করেছেন ইতালির সাবেক ফুটবলার ও কিংবদন্তি কোচ ফ্যাবিও ক্যাপোলোও। তার মতে, বার্সায় শুরু থেকে খেলার সুযোগ পাবেন না লাউতারো। অধিকাংশ ম্যাচে তাকে মাঠে নামতে হবে বদলি হিসেবে। কারণ মেসি ছাড়াও সুয়ারেজ, আঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলের মতো দুর্দান্ত ফরোয়ার্ডরাও আছেন। কয়েক মাস আগে মার্টিন ব্র্যাথওয়েটকে ন্যু ক্যাম্পে ভিড়িয়েছে বার্সা। উঠতি ফরোয়ার্ড আনসু ফাতিও আক্রমণভাগে নিজের দক্ষতার ছাপ রেখেছেন।

তবে লাউতারো নিজে বার্সায় যেতে মুখিয়ে আছেন। বেশ কয়েকবার ইঙ্গিতও দিয়েছেন। এছাড়া লাউতারোর মূল মুখপাত্র আলবার্তো ইয়াকের আর্জেন্টাইন প্রতিনিধি রোনালদো জারাতের ভাই সের্জিও জারাতেও জানিয়েছেন বার্সায় এক পা দিয়ে রেখেছেন তিনি। তবে ইন্টার তাকে ধরে রাখতে বাৎসরিক ১০ মিলিয়ন বেতনের আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি করেন এ আর্জেন্টাইন তরুণ।

রেসিং থেকে ২৭ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দেন লাউতারো। এরপর ক্লাবের হয়ে ৬৬টি ম্যাচে করেছেন ২৫ গোল। তবে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন তিনি। সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে ২৪৩৭ মিনিট খেলে গোল করেছেন ১৬টি। পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেছেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ