চৈতন্য

:ড. নেয়ামত উল্যা ভূঁইয়া:

অবশেষে তোর হলো কি চেতন অবোধ মানবকুল!

তোমার ক্ষমতা কতোটা অসার পদে পদে কতো ভুল!

চাঁদের যেমন ধার করা আলো তোমার দশাও তাই,

বিধাতার দেয়া ক্ষমতাতে তোর ক্ষমতার রোশনাই।

তোর ক্ষমতার ততোটাই সীমা, ততোটাই বাহাদুরি,

যে সীমার মাঝে রয়েছে খোদার চূড়ান্ত মঞ্জুরি।

সে সীমা যতোটা লঙ্ঘন করে হলে তুমি অনাচারি,

তার প্রতিদানে তোমার অর্জন অদেখা মারণ-মারী।

 

এক ভাইরাসি সন্ত্রাসে তুমি হলে এতো দিশেহারা?

টেস্ট টউবের রসায়ণ জ্ঞান সবই গেলো মাঠে মারা।

আচমকা এই ব্যাধির ব্যাপ্তি ঘটেছে বিশ্বজোড়া,

দেশে দেশে হায় দাবড়ে বেড়ায় মৃত্যুদূতের ঘোড়া।

দুনিয়ার শত গবেষণাগারে কিতাবের পাতা ঘেঁটে,

সমীকরণ আর নানা দ্রবণের ফর্মুলা খায় বেটে।

বিজ্ঞানীদের ঘুম নাই চোখে কসরত রাত দিন,

খোঁজে নানা পথ আবিষ্কারে করোনা’র ভ্যাকসিন।

 

রাজা আবরাহা দেখেছে কেবল ঝাঁকে ঝাঁকে আবাবিল,

দেখেনি ওদের দুই পায়ে ঠোঁটে বিধাতার সিজ্জিল। মশার ঝাঁকের বিষাক্ত হুলে নমরুদ-সেনাদল,

চোখের পলকে পান করেছিলো মৃত্যুর হলাহল।

যে ঘাতক মশা নাক দিয়ে ঢুকে মগজে দিয়েছে হানা,

দেখেনি কখনো নমরুদ সেই মশার চেহারাখানা।

মগজের ভাঁজে মশার কামড়ে রাজা পড়ে মুশকিলে, 

মাথায় পড়লে মুগুরের ঘা খানিক স্বস্তি মিলে।

মুগুর কিংবা পাদুকা থেরাপির খানিক পড়লে যতি,

মশার কামড়ে বাড়ে যন্ত্রণা, বিকৃত হয় মতি।

অদৃশ্য ও অতিতুচ্ছ সে মশাই হয়ে যম,

পরাক্রমি ওই নমরূদের কেড়ে নেয় শেষ দম।

 

করোনা নামের ভাইরাসও সেরূপ দৃষ্টির অগোচরে,

ফুসফুসে ঢুকে মানুষের প্রাণ বিষবাণে বধ করে।

বোমা বানাবার কৌশল তোর সবই দেখি হলো জানা,

করোনা’র এক ভ্যাকসিন পেতে লাগে এতো গবেষণা!

নাকি তোর সব জ্ঞান-বিজ্ঞান প্রাণবধ ছকে ঘোরে?

প্রাণ বাঁচাবার গবেষণাকালে সব জ্ঞানই যায় উড়ে।

বোমা বারুদের গবেষণাগার, প্রস্তুত কারখানা,

মাটিতে গুঁড়িয়ে দাও ঐসব ইবলিশের আস্তানা।

এখন থেকে সেই ল্যাব’ই হবে দেশে দেশে নির্মাণ,

যেখানে কেবলই গবেষণা হবে ‘কিসে জনকল্যাণ’।

 

জ্ঞান-বিজ্ঞান যতোটা তোমায় বিধাতা করেছে দান,

চেষ্টায় হও নিবেদিত সেই জ্ঞানে হয়ে বলিয়ান।

করো অনুতাপ এদ্দিন যতো পাপাচার হলো জমা,

এর সাথে সাথে সমবেত সবে তার কাছে চাও ক্ষমা।

তিনি বলেছেন,নিরাশ হয়ো না বিধাতার দয়া থেকে,

সব পাপই তিনি করে দেন ক্ষমা কৃপার পরশ মেখে।

 

এখানেই তোমার নাজাতের পথ শেষ ভরসাস্থল,

এখনো তোমার না হলে চেতন দু’জাঁহাই রসাতল।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ