‘বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে পাঠিয়ে দেওয়া হবে’

জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৪ সেপ্টেম্বর) বিজেপির এই নেতা বলেন, “পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের তাড়াতে না চান, তবে তার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করা উচিত।”

সুরেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন ঘনিয়ে আসছে। তিনি যদি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান, তবে তার বাংলাদেশেই চলে যাওয়া উচিত।’’

সুরেন্দ্র সিং আরও বলেন, “পশ্চিমবঙ্গে নাগরিকপঞ্জি করা হবে এবং সব বাংলাদেশিদের হাতে দুই প্যাকেট খাবার ধরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।”

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ