ভোরের আলো ডেষ্ক: করেোনা ভা্ইরাসে ইতালিতে মৃত্যু সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে।কোভিড-১৯ রোগের বিশ্ব পরিস্থিতি নিয়ে জন্স হপকিন্স ইউনিভার্সিটি শনিবার রাতে সর্বশেষ যে তথ্য হালনাগাদ করেছে, তাতে ইতালিতে মৃতের সংখ্যা ১০ হাজার ২৩ জন উল্লেখ করা হয়েছে। শনিবার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে ইতালিতে।
বিশ্বব্যাপী ছড়িযে পড়া এই মহামারীতে সবমিলিয়ে ১৭৭ দেশ ও অঞ্চলে ছড়িয়ে মৃত্যু ঘটিয়েছে ৩০ হাজারের বেশি মানুষের।
ইতালির সুপারিয়র হেলথ ইনস্টিটিউটের প্রধান সিলভিও ব্রুসাফেরো বলেছেন, আক্রান্তের সংখ্যায় দেখা যাচ্ছে নতুন সংক্রমণের হার ‘কমছে’, যা গৃহীত কঠোর পদক্ষেপগুলো ফলপ্রসূ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইউরোপে ইতালির পরে নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ স্পেনের সরকার জরুরি অবস্থা অন্তত ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।
আক্রান্তের সংখ্যায় এখন সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র; দেশটিতে ১ লাখ ১২ হাজার ৬৬৮ জন কোভিড-১৯ রোগী ধরা পড়েছে। চীনে আক্রান্তের মোট সংখ্যা ৮১ হাজার ৯৯৯ জন। স্পেনে আক্রান্ত এখন ৭২ হাজার ২৪৮ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার জন, ইরানে ৩৫ হাজার ৪০৮ জন।
ফ্রান্স ও যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ও ১৭ হাজার জন। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এখন পাকিস্তানে ১৫০০ জন। ভারতে ৯১৮ ও বাংলাদেশে ৪৮ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। সবমিলিয়ে বিশ্বে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪০ হাজার জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার জন।