বাণিজ্য মন্ত্রীর টরন্টো গ্লোবাল ফোরামে যোগদান

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী, এমপি, আমেরিকার আর্ন্তজাতিক অর্থনৈতিক ফোরাম (আইইএফএ) কর্তৃক আয়োজিত ১৩তম টরন্টো গ্লোবাল ফোরামে প্যানেল বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। ফোরামটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘ নব্য অর্থনীতির নেতৃত্বদান।’’ একই সেশনে ফিলিপাইনের উপ-রাষ্ট্রপতি মিজ লেনি রব রেডো সাম্প্রতিক বিশ্বে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এর পর ‘‘নতুন প্রজন্মের অবকাঠামো’’ শীর্ষক প্যানেল আলোচনায় জনাব টিপু মুন্সী বলেন যে, বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এলক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি এ প্রসঙ্গে বর্তমানে বাস্তবায়নাধীন সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা বহুমুখী সেতু এবং রাজধানী ঢাকাতে নির্মীয়মান মেট্টোরেল প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে উভয় প্রকল্প দেশের উৎপাদন সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে এবং জিডিপি প্রবৃদ্ধিতে লক্ষণীয় অবদান রাখবে।

বাণিজ্য মন্ত্রী তাঁর বক্তব্যে তথ্যপ্রযুক্তি খাতকে অন্যতম অগ্রাধিকারমূলক খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন যে, দেশের তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার এখাতে সকল প্রকার মূলধনী যন্ত্রপাতির আমদানি কর প্রত্যাহার করেছে। তিনি আরও বলেন যে, বাংলাদেশ সরকার হাইটেক পার্ক ও তথ্যপ্রযুক্তি কেন্দ্র স্থাপন করেছে যেখানে বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগ করার অবারিত সুযোগ রয়েছে।

অন্যান্য প্যানেল বক্তাদের মধ্যে ছিলেন ব্রুস পাওয়ার এর প্রধান নির্বাহী জনাব মাইক রেনছেক, সামা এর প্রধান নির্বাহী জনাব সেলিম বুরা এবং ড্রাগোজ এর প্রধান নির্বাহী জনাব রব লি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনষ্টার এ জি এফ এর প্রধান নির্বাহী জনাব গ্রেগোরী জে স্মিথ।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ