মন্ট্রিয়ল কৃষিবিদদের বিজয় দিবস সম্মিলন

মন্ট্রিয়লস্থ বাংলাদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়সমুহের এলামনাইদের সংগঠন কৃষিবিদ মন্ট্রিয়লের সদস্যরা স্বপরিবারে ওয়েস্টআইল্যান্ডে ডাবলু-মুন্নি দম্পতির বাসায় ২১শে ডিসেম্বর  মিলিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামের উনপঞ্চাশতম বিজয় দিবস উদযাপনে। “যতদূর তত মধুর”- দেশপ্রেমটা সম্ভবত এভাবেই ভীষণ পিছু টানে ব্যস্ততামুখর অভিবাসী জীবনে তাইতো অভিবাসীদের খুঁজে ফেরা মাতৃভূমিকে।

অভিবাসী জীবনে প্রবাসে বেঁড়ে উঠা প্রজন্মের মননে উৎস ভূমির প্রতি টান প্রোথিত করা সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর অভিবাসী জীবনের সবচেয়ে বড় হাহাকারও বটে। বোধগম্য করে দেশপ্রেমের ছোঁয়াটুকু প্রবাসে বেঁড়ে উঠা প্রজন্মের মননে সজিবতায় প্রানবন্ত করে রাখতে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডকুমেন্টারি। কৃষিবিদ ডঃ শোয়েব সাঈদ     পাওয়ারপয়েন্ট  প্রেজেন্টেশনের মাধ্যমে কৃষিবিদদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী  ছেলে মেয়েদের  জন্যে উপস্থাপন করেন আমাদের স্বাধীনতার ইতিহাস, পাকবাহিনীর  বর্বরতা/লাঞ্চিত মানবতা, বঙ্গবন্ধু থেকে ইন্দিরা গান্ধী, বন্ধু দেশের সাহায্য আর স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানদের পরিচয়।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ