দুবার জনপ্রতিনিধি ছিলেন বাবু দাস (৬৮)। এলাকা ও জনগণের কল্যাণে অনেক কাজ করেছেন। অথচ তিনিই এখন ভ্যান চালিয়ে সংসার চালান!
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, একসময় পশ্চিমবঙ্গের গোবরডাঙা পৌরসভার কাউন্সিলর ছিলেন তিনি। তার মাধ্যমে বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন। সরকারি প্রকল্পে বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন।
এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতির জন্য পাকা ড্রেন করেছেন, পিচের রাস্তা করেছিলেন। মানুষকে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দিলেও তিনি নিজে সরকারি ঘর নেননি। মানুষের বিপদে আপদে এখনও ছুটে যান জনপ্রতিনিধি না হয়েও। সাবেক কাউন্সিলর বাবু দাস জানান, ‘সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তাই দিয়েই সংসার চলে’।
২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত বাম কাউন্সিলর ছিলেন তিনি। সারা জীবন বামপন্থী আর্দশে বিশ্বাসী মানুষটি অবশ্য মানুষের জন্য কাজ করেছেন বলে দাবি এলাকাবাসীর।