কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে কুমার নিবিড় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। নিবিড়ের বাবা কুমার বিশ্বজিৎ ও মা নাঈমা সুলতানা বর্তমানে সেখানে আছেন।
কুমার বিশ্বজিতের সন্তান নিবিড়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাদের ভালোবাসা জানিয়েছেন। গতকাল বুধবার থেকে দেশ-বিদেশের অসংখ্য মানুষ দোয়া-প্রার্থনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
জানা গেছে, নিবিড়ের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। কিছুক্ষণ পর তার সার্জারি করা হবে। এমনটা জানিয়েছেন কণ্ঠশিল্পী কিশোর।
গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী তার ফেসবুকে লিখেছেন, বিশ্বজিৎ জানালো— নিবিড় আগের চেয়ে ভালো আছে। আলহামদুলিল্লাহ। চলুন দোয়া জারি রাখি…। দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, এঞ্জেলা বাড়ৈ ও আরিয়ন দীপ্তর আত্মার মাগফিরাত কামনা করি।
কণ্ঠশিল্পী কিশোর লিখেছেন, মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় গতকালকের চেয়ে এই মুহূর্তে ভালো আছে। নিবিড়ের কাকা অভিজিৎ দা ও ওর বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে কথা হলো। আগামী ৬ ঘণ্টার ভেতর নিবিড়ের সার্জারি হবে। ঈশ্বর ওকে বাবা-মার কোলে সুস্থভাবে ফিরিয়ে দিক। সবাই ওকে আপনাদের আশীর্বাদ ও দোয়ায় রাখবেন। আর কেউ এই বিষয়ে ভুল কোনো তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, এই অনুরোধ রইলো।
কানাডার টরন্টোয় এই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। কুমার নিবিড়সহ তারা ৪ জনই হাম্বার কলেজের বাংলাদেশি শিক্ষার্থী।