মিথ্যা পরিচয় দিয়ে ৬০টি বিয়ে করার অভিযোগে ৪৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি জামালপুরের ইসলামপুর উপজেলার বাদশাহ মিয়ার ছেলে আবু বক্কর।
‘৬০তম’ স্ত্রী রোজি খানমের নারী ও শিশু নির্যাতন মামলার প্রেক্ষিতে জামালপুরের শোভারচর গ্রামের বাড়ি থেকে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তওহিদুল রহমান বলেন, গত ২ নভেম্বর ইসলামপুর থানা পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার করে পূর্বধলায় পাঠিয়ে দিয়েছে।
আবু বক্কর পুলিশকে জানিয়েছেন যে তিনি ৬০ বার বিয়ে করেছেন। গ্রামের বাড়িতে তার দুই স্ত্রী ও সাত সন্তান রয়েছে। সেই ঠিকানা তিনি তার অন্য বিয়ের সময় ব্যবহার করেননি।
মামলায় রোজি বলেন যে, আবু বক্কর দরিদ্র মেয়েদের বিয়ে করে তাদের কাছ থেকে টাকা দিতেন।
আবু বক্কর গত আগস্টে পূর্বধলার অধিবাসী ও এমএ শিক্ষার্থী রোজিকে বিয়ে করেন। সেসময় তিনি নিজেকে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের নেত্রকোনা এরিয়া ম্যানেজার হিসেবে পরিচয় দেন।
রোজি আরও জানান, বিয়ের সময় আবু বক্কর নিজেকে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের আকরামের ছেলে শাহিন আলম হিসেবে উল্লেখ করেন। সেসময় তিনি যৌতুক হিসেবে দুই লাখ টাকাও দাবি করেন।
রোজির ভাইকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে আবু বক্কর গা ঢাকা দেন।