কুইবেকের প্রাদেশিক সরকার গত সপ্তাহে ঘোষণা দিয়েছে, কুইবেকে বসবাস করতে হলে ইমিগ্রেন্টদের কুইবেক ভ্যালু টেস্টে অংশ নিতে হবে এবং পাস করতে হবে। আর তা যে সহজ হবে না সেটা ইতিমধ্যে কুইবেক ইমিগ্রেশন মন্ত্রী সিমন জরিন ব্যারেতে নিশ্চিত করেছেন। তবে মজার বিষয় হলো পুরো উত্তর আমেরিকায় হাই স্কুল গ্রাজুয়েট এর দিক থেকে সবচেয়ে পিছিয়ে কুইবেক। মাত্র ৬৪%। তাই কুইবেক ভ্যালুস টেস্ট অনেক নেটিভ কুইবেকুয়া পাস করতে পারবে না বলে বিশেষজ্ঞদের অভিমত।