যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ২৬ অক্টোবর শনিবার মঙ্ক স্ট্রীটে সনাতন ধর্ম মন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে। পূজার কর্মসূচীতে ছিলো সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ¦লন, অর্চনা, ভোগ, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ এবং রাতে ‘আনন্দোৎসব’ নামে একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান। পূজায় পৌরহিত্য করেন শ্রী কল্লোল ভট্টাচার্য্য। তাঁকে সহযোগিতা করেন প্রকৌশলী কাঞ্চন চক্রবর্তী।
সন্ধ্যায় মন্দির অঙ্গনে জগতের শান্তি কামনায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আলোক প্রার্থনা করা হয়। এরপর মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দোৎসব’। এটি পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেন শর্মিলা ধর ও শক্তিব্রত হালদার মানু। অনুষ্ঠানটি হলভর্তি দর্শক মুহুমুহু করতালির মধ্য দিয়ে বিমুগ্ধ হয়ে উপভোগ করেন। প্রায় অর্ধশতাধিক কলাকুশলী এতে অংশ নেন- যার বেশির ভাগই নিয়মিত শিল্পী নন। ‘আনন্দোৎসব’ এর বৈশিষ্ট অনুযায়ী দর্শকদের মধ্য থেকেই মঞ্চে ডেকে পারফরমেন্স করানো হয়। ফলে দর্শক আর শিল্পীদের মধ্যে গড়ে উঠে আপন অনুষ্ঠানের অনুভূতি। শ্যামা পূজা উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠানটি একটি ভিন্ন আমেজে দর্শকদের আকর্ষণ করে। এবার ছিলো নিয়মিত এই বার্ষিক অনুষ্ঠানটির ১৯তম পর্ব। অনুষ্ঠানের সবগুলো পর্বেই ছিলো নতুনত্ব ও হাস্যরসে ভরপুর। মধ্যরাত পর্যন্ত নাচ, গান, কৌতুকে শিল্পীদের সাথে একাত্ম ছিলেন দর্শকরা। অনুষ্ঠানে মন্দিরের সাধারণ সম্পাদক রতন মজুমদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।