গত ২৩শে অক্টোবর ২০১৯, বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সদ্য প্রয়াত আধ্যাপক আনন্দ মোহন দাশের শেষকৃত্য লাসাল নিউম্যান সড়কের Funerary Complex Yves এর হলে সম্পন্ন হয়েছে। কম্যুনিটির বিপুল সংখ্যক শোকাভিভূত পুরুষ /মহিলা এতে যোগদান করেছেন। নাম কীর্তনের মাধ্যমে বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানান শ্রী অমিয় কুমার দেব, শ্রী নিধূ রন্জন দাস, শ্রীমতী তৃপ্তি দাস ও শ্রীমতী সন্ধ্যা দেব। মৃত আত্মার প্রতি গান গেয়ে শেষ শ্রদ্ধা জানান শ্রীমতী রূপা চৌধুরী, শ্রীমতী সোমা চৌধুরী, শ্রীমতী পূনম ঘোষ ও শ্রীমতী শর্মিলা ধর। প্রয়াত শ্রী দাসের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন শ্রী দীলিপ কর্মকার, শ্রী প্রদীপ সরকার, শ্রী ফণীন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রী সুভাষ দাস, শ্রী কৃষ্ণপদ সেন, শাহ মোস্তান বিল্লাহ ও শ্রীমতী শর্নীমা দাস। পবিত্র গীতা পাঠ করেন সনাতন ধর্ম মন্দিরের পুরোহিত শ্রী রীতিশ চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী শক্তিব্রত হালদার। বক্তারা শ্রী দাসের মৃত্যুতে সমাজে যে শূন্যতা সৃষ্টি হয়েছে আগামী দিন গুলো তে তা অনুভুুত হবে বলে আশংকা প্রকাশ করেন। তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যেতে সবার প্রতি অনুরোধ জানান। তিনি বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে। সব শেষে লাইনে দাঁড়িয়ে তাঁর বিদেহী আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়।