যুক্তরাজ্যের এসেক্সে একটি ট্রাক কন্টেইনার থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একটি কিশোর ছিল। এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ড থেকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে ২৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) ঘটনাস্থল ওয়াটারগ্লাড শিল্প পার্ক এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, ট্রাকটি বুলগেরিয়া থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেছে।
পুরো ঘটনা জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার।
তিনি বলেন, মরদেহের সন্ধান পাওয়া ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং এক কিশোরকে শনাক্তের চেষ্টা করছে। তবে দৃশ্যত এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সেক্ষেত্রে তদন্তে সময় লাগতে পারে।
প্রধান সুপারইনটেন্ডেন্ট অ্যান্ড্রু মারিনার বলেন, ১৯ অক্টোবর ট্রাকটি যুক্তরাজ্যের ওয়েলসের হলিহেড এলাকায় প্রবেশ করে।