গত ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার টরেন্টোস্থ ১১৫৮ ড্যানফোর্থ এভিনিউ মাই কাবাব হাউস বিকাল ৭টায় মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন অন্টারিও, কানাডা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক খান। সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক সুজন দেওয়ান। সুজন দেওয়ান বেশ কিছুদিন যাবৎ পারিবারিক কাজের জন্য অব্যাহতি চেয়েছিলেন। চার বছর সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। সভায় কার্যকরী সদস্যবৃন্দের সম্মতিক্রমে গোলাম রনিকে নতুন সাধারন সম্পাদক এর পদ প্রস্তাব করা হলে সবার সম্মতিক্রমেই গ্রহণ করা হয়। নবনিযুক্ত সাধারন সম্পাদক গোলাম রনি এবং সভাপতি ফারুক খান সবাইকে নিয়ে বিদায়ী সাধারন সম্পাদক সুজন দেওয়ান কে ফুলের তোরা এবং বিভিন্ন উপহার দিয়ে বিদায় জানান এবং সহ-সভাপতি হিসাবে সবাই গ্রহণ করেন। নতুন সাধারন সম্পাদক গোলাম রনিকে যুগ্ম-সাধারন সম্পাদক তাজুল ইসলাম ফুলের তোরা দিয়ে স্বাগতম জানান।
দ্বিতীয় পর্বে ছিল মুন্সীগঞ্জ-বিক্রমপুরের বর্ষিয়ান জননেতা মরহুম শাহ্ মোয়াজ্জেম হোসেন এর মৃত্যুতে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। কমিটির সবাই শাহ্ মোয়াজ্জেম হোসেন এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর বিক্রমপুরের কৃতি সন্তান তাঁর অবদান নিয়ে আলোচনা করেন সবাই।
দোয়া পরিচালনা করেন সংগঠনের ট্রেজারার হাজী দেলোয়ার হোসেন। উক্ত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ডাঃ মাহবুব আলম, মোঃ মিজানুর রহমান বাদল, জয়নাল আবেদিন, জাকির হোসেন, মিজানুর রহমান মিজান, আশরাফ চৌধুরী, তাজুল ইসলাম, দেলোয়ার খান, আশিকুর রহমান আশিক, আক্তার হোসেন, মাহবুব শ্যামল, আব্দুল করিম, মোঃ নাজমুল হোসাইন, এম.এন.এইচ চৌধুরী, মোঃ রহিম, মিজান রহমান, ইমরান চৌধুরী। পরিশেষে রাতের ডিনার এর ব্যবস্থা করেন মাই কাবাব হাউস এর কর্ণধার আক্তার হোসেন। দই, মিষ্টির আপ্যায়নে ছিলেন নতুন সাধারণ সম্পাদক এবং সভাপতি নব নিযুক্ত সাধারন সম্পাদক গোলাম রনি বলেন, আগামী দিনে বিক্রমপুর বাসীকে নিয়ে টরেন্টোতে বড় সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করিব। সভাপতি ফারুক খান বলেন আমরাও চাই নবনিযুক্ত সাধারন সম্পাদক গোলাম রনি মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনকে সুন্দর প্রগতিশীল নেতৃত্ব কানাডাতে এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রান চেষ্টা করিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন।