ভোরের আলো রিপোর্ট: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেদের শেষকৃত্য সফলভাবেই শেষ হয়েছে। তবে শেষকৃত্যের দুই কিলোমিটার প্রদক্ষিণের সময় ঘোড়াবাহি চার ব্যক্তি নেতৃত্ব দিয়েছে। শেষকৃত্যে তারাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। তাই চার কানাডিয়ানের কীর্তি শেষকৃত্যে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানদের নজর কেড়েছে। সিটিভি নিজউ সূত্রে জানা গেছে, ঘোড়াসহ রানীর শেষকৃত্যে উপস্থিত চার জন হলেন রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ (আরসিএমপি) এর মিউজিক্যাল দলের
সদস্য। বৃটেনের রানী মারা যাওয়ার আগে বলে গেছেন তার শেষ কৃত্যে যেন আরসিএমপি থেকে একটি দলকে গোড়াসহ রাখা হয়। এজন্যই কানাডার এ টিমকে দাওয়াত করা হয়েছে। এর আগে আরসিএমপি’র সাথে বৃটেনের রানীর এক গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। ১৯৫১ সালে রানী কানাডা ভ্রমনের সময় আরসিএমপি’র মিউজিক্যাল টিমের পারফরম্যান্স দেখে মুগ্ম হন। সেই থেকে তিনি আরসিএমপি টীমের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করতেন। এজন্যই কানাডার টীমকে সবার আগে রাখা হয়।