ভোরের আলো ডেস্ক: আবরার হত্যার প্রতিবাদে কানাডা বিএনপি’র উদ্যোগে গত ১৩ অক্টোবর রবিবার বাংলাদেশী অধুষ্যিত ডেনফোর্থ এন্ড থায়রা এভিনিউর কর্ণারে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন, ভারতের তাবেদার এই সরকার ও ছাত্রলীগ যারা দেশের স্বার্থের পক্ষে কথা বলে তাদেরকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে এই ঘৃণ্য হত্যাকান্ড। আবরার ভারতকে একতরফাভাবে ফেণী নদীর পানি প্রদান ও গ্যাস রপ্তানীর প্রতিবাদ করে ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে হত্যা করে। মধ্য রাতের তথাকথিত ভোটের মাধ্যমে ক্ষমতাসীন এই অবৈধ সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতে ভারতকে সবকিছু উজাড় করে দিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও সকল সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সাপ্তাহিক ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার কার্যক্রম পরিচালনা করেন এম এইচ মামুন। সভায় বক্তব্য রাখেন মাহবুবুর রব চৌধুরী, রেশাদ চৌধুরী, আখলাক হোসেন, মিসেস মালিহা মনসুর, এজাজ খান, এস তপন মাহমুদ, নাজমা হক, মমিনুল হক মিলন, জাকারিয়া রশীদ চৌধুরী, জাকির খান, মিলাদ চৌধুরী, মঈন চৌধুরী, আলী হোসেন, আব্দুল মান্নান, মোঃ নুরুল ইসলাম, আসাদ আহান নিশু, শাহেদ খন্দকার, মঞ্জুরুল হক, কামিল হোসেন, রণি চৌধুরী, রফিক পাটোয়ারী, জুয়েল আহমেদ, মোঃ আলী বোখারী, মুন্তাকিম রেজা চৌধুরী, আব্দুস ছাত্তার, মাসুল হোসেন রিপন, আমিনুর রশীদ চৌধুরী বাবু, মকবুল হোসেন ও মম কাজী সহ আরো অনেকে।