কানাডায় উৎপাদক পর্যায়ে পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যের উচ্চমূল্যের কারণে মার্চে এ দাম আগের মাসের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। স্ট্যাটিসটিকস কানাডা জানিয়েছে, মাসভিত্তিক এ মূল্যবৃদ্ধির হার ১৯৬৭ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। এ নিয়ে টানা সপ্তম মাসের মতো উৎপাদক পর্যায়ে দাম বাড়ল। এর আগে ফেব্রুয়ারিতে দাম বেড়েছিল ২ দশমিক ৬ শতাংশ। রয়টার্স