একজন ভারতীয় নারীর সঙ্গে বাংলাদেশি কূটনীতিকের অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত যোগাযোগের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অবশেষে ওই কূটনীতিককে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ সরকার। কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মুহাম্মদ সানিউল কাদের।
জানা যায়, সানিউল কাদের এক ভারতীয় নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ করতেন। ওই নারীর সঙ্গে তার নগ্ন ভিডিও চ্যাটিং-ও করতেন তিনি। সম্প্রতি ওই নারী ডেপুটি হাই কমিশনে প্রমাণসহ অভিযোগ করেন। এ পর্যায়ে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে বিষয়টি ব্যাপক প্রচার পায় ও আলোচনার সৃষ্টি করে। তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কর্মকর্তারা যথেষ্ট বিব্রত হয়েছেন। এ পর্যায়ে মঙ্গলবার রাতে সানিউল কাদেরকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা ত্যাগ করে ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভারতীয় নারীর অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। ইত্তেফাক
এদিকে দৈনিক বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, বুধবার দুপুর ১২টা ১০মিনিটে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন সানিউল কাদের। বৈধ পাসপোর্টে সানিউল কাদের বাংলাদেশে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন ইমিগ্রেশন ওসি রাজু আহম্মেদ। বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা সানিউল কাদেরকে আকস্মিক ভারত ত্যাগের বিষয়ে জানতে চাইলে মুখ খুলেননি তিনি। একটি প্রাইভেটকার যোগে দ্রুত ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
জানা যায়, প্রায় এক বছর আগে কলকাতাস্থ বাংলাদেশ মিশনে প্রথম সচিব হিসেবে যোগ দেন সানিউল কাদের। তিনি বিসিএস প্রশাসন (সাবেক ইকোনমিক) ক্যাডারের কর্মকর্তা