জাপানের রাজকন্যা মাকোর বিয়ে নিয়ে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। দেশের সাধারণ ঘরের একটি ছেলেকে তার বিয়ে করা উচিত কিনা তা নিয়েই ভোট।
জনগণের মতামত জানতে একটি ভোটাভুটির আয়োজন করে জাপানের দৈনিক মাইনিচি নামক একটি পত্রিকা।
এতে দেখা যায়, ৩৮ শতাংশ জাপানি পাত্রকেই কোমুরোর সঙ্গে মাকোর বিয়ের সমর্থনে ভোট দিয়েছেন। আর বিপক্ষে ৩৫ শতাংশ ভোট পড়েছে।
২৬ শতাংশ ছিলেন নিরপেক্ষ। আজ শুক্রবার রাজকন্যা মাকোর বিয়ের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
কোমুরোর প্রথম বাগদত্তার সঙ্গে বিয়ে ভেঙে যাওয়া নিয়েই সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। বিয়ে নিয়ে সাধারণ মানুষের বিভক্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন কোমুরো।