কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আটক দুই কানাডিয়ানকে মুক্তি দিয়েছে চীন। তারা এখন কানাডার পথে রয়েছেন। তারা হলেন মাইকেল স্পাভর ও মাইকেল কোভরিং। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় ২০১৮ সালে। চীনের জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের নির্বাহী মেং ওয়াংঝুকে কানাডায় আটক করার পর পরই এই দুই কানাডিয়ানকে আটক করে চীন। একে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখেন অনেকে। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরের অনুরোধে শুক্রবার মুক্তি দেয়া হয়েছে মেং ওয়াংঝুকে। তার পরই কানাডার ওই দুই নাগরিককে মুক্তি দিয়েছে চীন।
এরপরই ট্রুডো বলেছেন, তারা পরিবারের কাছে ফিরে আসসেন। এটা খুশির খবর।