কানাডার ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যে আদিবাসীদের জমিতে নির্মিত দুটি ক্যাথলিক গির্জায় ভোর ৩ টার দিকে একই সময়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিষয়টিকে পুলিশ সন্দেহজনক ভাবে দেখছে। ধারনা করা হচ্ছে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, দেশটির জাতীয় আদিবাসী দিবসের দিন শতবর্ষের পুরনো দুটি ক্যাথলিক গির্জায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছে। সোমবার (২১ জুন) প্রায় একই সময় গির্জা দুটিতে আগুন লাগে।
ব্রিটিশ কলাম্বিয়ার পেনটিকটন শহরের পুলিশ জানায়, সোমবার দুপুর ১টার দিকে স্যাকরেড হার্ট চার্চে আগুনের শিখা দেখতে পান এক পুলিশ কর্মকর্তা। ওই কর্মকর্তা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
অলিভার শহরের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান বব গ্রাহাম বলেন, ‘ঘটনাস্থল ও আশপাশের জায়গা দেখে আমরা মনে করছি, আগুন লাগাতে তরল দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে।’