গতকাল শনিবার (২৭ মার্চ) কানাডা শাখার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুভ উদ্ধোধন করেন কানাডা সরকারের মাননীয় মন্ত্রী মিষ্টার মার্ক মিলার, প্রধান বক্তা ছিলেন সাবেক মন্ত্রী বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কানাডিয়ান সংসদ সদস্য মিসেস সালমা জাহিদ, লুই মার্সেল ও আন্তর্জাতিক সম্পাদক-উত্তর আমেরিকার সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।
কানাডা সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক ফয়সল চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাহিদ খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব এজাজ আক্তার তৌফিক ও সিনিয়র যুগ্ম আহবায়ক আহাদ খন্দকার।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, উপদেষ্টা মাহবুব রব চৌধুরী, যুগ্ম আহবায়ক দেওয়ান আব্দুর রাজ্জাক রাজু, মারিফুর রহমান, নবী হোসেন, মিসেস মালিহা মনসুর, জাকির খান, আব্দুল মান্নান, মিফতাউল কাদের ফাহিম, সিরাজুল ইসলাম মিজি, মুজিবর রহমান, আনসার উদ্দীন, মাহবুব চৌধুরী রনী, নাসিম আহমেদ, এজাজ খান, জয়নাল আবেদীন জামিল, কামরুল ইসলাম, এম এইচ মামুন প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরান থেকে পাঠ ও দোয়া পরিচালনা করেন মুহিম আহমেদ। এছাড়াও বিপুল সংখ্যক বাংলাদেশী ভার্চুয়ালী এ অনুষ্ঠানে যোগদান করেন। উৎস:দৈনিক দিনকাল