মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টো, কানাডা আয়োজন করেছে “ভার্চুয়াল একুশে ফেব্রুয়ারি”। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি সি. এম. তোফায়েল সামি। এই অনুষ্টানটি দুটো ভাগে পরিচালিত হয়।
প্রথম পর্ব টি সাধারণ সম্পাদকের সঞ্চালনায় ভাষা আন্দোলন ও ভাষা শহীদ নিয়ে আলোচনা অনুষ্টিত হয়। এতে আলোচনায় করেন ঢাকা থেকে সি. এম. তোফায়েল সামি, বীর মুক্তিযুদ্বা মুকীত চৌধুরী (নিউ ইয়র্ক), সুনামগঞ্জ এসোসিয়েশনের সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্বা মাসুক মিয়া , মৌলভীবাজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, হবিগঞ্জ জিলা সমিতির সাধারণ সম্পাদক রাফি চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অফ টরন্টোর সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী , সাদ চৌধুরী, এক্সসিটিভ ভাইস প্রেসিডেন্ট ফাইজুল চৌধুরী বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহামদ হামিদ, অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল এন্ড কালচারাল সেক্রেটারি রাসেল রহমান , এতে আরো বক্তব্য রাখেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বেলায়েত চৌধুরী রিপন , প্রচার সম্পাদক ইলিয়াস খান, অর্গানাইজিন সেক্রেটারী কাশেম জয় , ধর্ম সম্পাদক হাবিবুর রহমান মারুফ , দফতর সম্পাদক মকবুল হোসাইন মঞ্জু , সহ সাধারণ সম্পাদক মেহেদী মারুফ ,আজকাল ভার্চুয়াল সম্পসারণের সম্পাদক মাসুমুর রহমান বাপ্পি, সাবেক সভাপতি (বি. জি. এম. ই.) জাফর ওসমান জুনায়েদ, মোহামদ বাসের , গান পরিবেশন করেন কাবেরী দাস (নিউ ইয়র্ক ), কবিতা আবৃতি করেন রিফাত নওরীন ও ফারহানা আহমদ। আরো উপস্থিত ছিলেন সাকের মুস্তাফা চৌধুরী, ফারুক আহমেদ, আসাদ আহাদ , আহমেদ হোসেন লনি , সুনামগঞ্জ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিমাদ্রি রয় , মনজুর আহমেদ ও নওশের আলী সহ অনেকে।
অনুষ্টানের দ্বিতীয় পর্বে সহযোগিতায় : বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কানাডা সংসদ।সাংস্কৃতিক অনুষ্টান সঞ্চালন করেন তাদের সাধারণ সম্পাদিকা মিনারা বেগম। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুবাস দাস, রিনা দাস , রেজা অনিরুদ্ধ , রিনি , সাবরিনা নুরী, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কানাডা সংসদের সাবেক সভাপতি আজফার সৈয়দ ফেরদৌস সহ আরো অনেক। সবশেষে সংগঠনের সভাপতি দেবব্রত দে তমাল এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।–