শুধু দেশ নয়, বিদেশেও বাংলা সিনেমার বড় মুখ মোস্তফা সরয়ার ফারুকী। একের পর এক ছবি বানিয়ে চলেছেন। দর্শক-সমালোচকদের কাছ থেকে পান প্রশংসা-সমালোচনা-বিতর্ক নানান প্রতিক্রিয়া। তার দুঃস্বপ্ন কী হতে পারে?
শুনেই মনে হতে পারে, সিনেমা বিষয়ক কিছু! হয়তো তেমন দুঃস্বপ্ন আছেও। তবে শুক্রবার সকালে অন্যরকম দুঃস্বপ্নের কথা জানালেন তিনি।
তার সবচেয়ে বেশি দেখা দুঃস্বপ্ন অবশ্য অনেকেরই স্বপ্ন, যা অনেক বয়সে এসেও তাড়িয়ে বেড়ায়। সঙ্গে ফারুকী জানালেন আরেকটি দুঃস্বপ্নের কথা।
শুক্রবার সকালে ফেইসবুকে তিনি লেখেন, “এত দিন যে দুঃস্বপ্নটা সবচেয়ে বেশি দেখতাম সেটা হলো বিজ্ঞান পরীক্ষার দিন বাংলা প্রথম পত্র পড়ে যাওয়া! কালকে রাতে দেখলাম এক নতুন দুঃস্বপ্ন!”
কী সেই দুঃস্বপ্ন? ফারুকী লেখেন, “দেখি তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে এক পাবলিক প্লেসে এসে হঠাৎ আবিষ্কার করি আমি মাস্ক ছাড়া! তারপর দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি কিন্তু কোথাও কোনো মাস্ক পাচ্ছি না! কিয়েক্টাবস্থা!”
মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ ছবি ‘শনিবার বিকেল’ বছর দু-এক ধরে সেন্সর বোর্ডে আটকে আছে। তবে ছবিটি বিদেশের একাধিক উৎসবে ভালো সাড়া পেয়েছে। জিতেছে পুরস্কারও। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে ‘নো ল্যান্ডস ম্যান’। আর সম্প্রতি ‘আ বার্নিং কোশ্চেন’ নামের আরেকটি আন্তর্জাতিক ছবির ঘোষণা দিয়েছেন।