পাসপোর্ট অধিদফতরের দুই পরিচালকসহ চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপ-পরিচাপলক মো. আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে তাদের আগামী ১৭ ও ১৯ জানুয়ারি ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
সূত্র জানায়, ঘুষ নিয়ে ভারতীয় নাগরিক হাফেজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
চার কর্মকর্তার মধ্যে আগামী ১৭ জানুয়ারি সকাল ১০টায় অধিদফতরের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমানকে ও একই দিনে দুপুর ১২টায় পরিচালক (প্রকল্প) একেএম মাজহারুল ইসলামকে, আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টায় উপ-পরিচালক তারিক সালমান ও একই দিনে দুপুর ১২টায় জিম গ্রাফিক হালিমা খাতুন শম্পাকে ডাকা হয়েছে।
তাদের কাছে পাঠানো চিঠিতে জিজ্ঞাসাবাদের দিন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন সার্টিফিকেট সঙ্গে আনতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে অভিযোগ সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য হবে বলে চিঠিতে জানানো হয়।