এই পাঁচটি ছবি নিয়েই টুইটারে তোলপাড়, কিন্তু কেন?

সবচেয়ে বেশি টুইট হয়েছে যে হিন্দি ছবিগুলি, তার প্রথম পাঁচটির তালিকা প্রকাশ করল টুইটার। এ বছরের প্রায় পাঁচটি হিন্দি ছবি নিয়েই বিতর্ক তৈরি হয়েছিল। সম্ভবত, সে কারণেই এগুলির নাম উঠে এসেছে উপরে।

দিল বেচারা— প্রয়াত বলিউড তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুক্তি পেয়েছে তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’। ছবিটি শ্যুট হয়েছিল ২০১৮ সালে। কিন্তু করোনার কারণে পোস্ট প্রোডাকশনের কাজ পিছিয়ে যায়। সুশান্তের মৃত্যুর আগে ছবিটি নিয়ে খুব একটা কথা হয়নি। কিন্তু ১৪ জুনের পর থেকে এই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেড়ে যায়। হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-র রিমেক ‘দিল বেচারা’। জন গ্রিনের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি। এ সমস্ত কারণের জন্যই এই ছবিটি এ বছরের সবথেকে বেশি চর্চিত ছবির স্থান পেয়েছে।

 

ছপক— অ্যাসিড আক্রান্ত মহিলার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। মেঘনা গুলজারের এই ছবি খুব বেশি দর্শক টানতে পারেনি। কিন্তু মু্ক্তির আগে এই ছবি নিয়ে তোলপাড় হয়েছিল নেট দুনিয়া। রব উঠেছিল, ‘বয়কট ছপক’! তার কারণ, সে সময়ে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গেরুয়া শিবিরের ধুন্ধুমার চলছিল। মুখে রুমাল বেঁধে কয়েক জন ব্যক্তি লাঠি দিয়ে পড়ুয়াদের মারধর করেছিল। সেই প্রসঙ্গে দীপিকা সোজা জেএনইউয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সমাবেশে যোগদান করেন। ব্যস, তার পর তিনি আলোচনার মূল বিষয়বস্তু হয়ে ওঠেন। আর তাঁর প্রযোজিত ‘ছপক’-ও। কেউ তাঁর পক্ষে। কেউ বিপক্ষে।

 

তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র— অজয় দেবগন ও সইফ আলি খান অভিনীত এই ছবির মুক্তি নিয়েও উত্তাল হয়েছিল টুইটার। অখিল ভারতীয় ক্ষত্রিয় কোলী রাজপুত সংঘ ছবির নির্মাতাদের বিরুদ্ধে পিটিশন দায়ের করেছিল। দাবি, তানাজি মালুসারের গল্পটি সম্পূর্ণ দেখান হয়নি।

 

 

থাপ্পড়— ‘থাপ্পড়’ ছবিটি মু্ক্তি পেতেই নেটাগরিকরা বলেছিলেন, এই ছবিটি আসলে ‘কবীর সিং’-র মুখে জোর একটা থাপ্পড়! কেন? একটি প্রেমের সম্পর্কে শারীরিক নির্যাতনের ঘটনাকে খুবই স্বাভাবিক বিষয় বলা হয়েছিল ‘কবীর সিং’-এ। অন্য দিকে পরের ছবিতে দেখানো হয়েছে, কোনও প্রকার শারীরিক নির্যাতনই কাম্য নয়। সেটা আদপে পুরুষতন্ত্র। তা একটি মাত্র থাপ্পড়ই হোক না কেন। এই বক্তব্য রাখা হয়েছিল তাপসি পান্নু অভিনীত ছবিটিতে। এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল নেট দুনিয়ায়।

আরও পড়ুন: মার্কিন মুলুক থেকে কৃষক আন্দোলন নিয়ে টুইটের জন্য ট্রোলের মুখে প্রিয়ঙ্কা

 

গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল— শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর অভিনীত ভারতীয় বায়ুসেনার প্রাক্তন আধিকারিক গুঞ্জন সাক্সেনার বায়োপিকটি মুক্তি পায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তখন থেকেই স্বজনপোষণ একটি বড় ইস্যু বলিউডে। কঙ্গনা রানাউত প্রথম এই প্রবণতা নিয়ে কথা বলেন। তার পর থেকে সুশান্ত অনুরাগীরা স্টারকিড অভিনীত ছবিগুলি বয়কট করতে থাকেন। কিন্তু এই ছবির ক্ষেত্রে আরও একটি বিষয়ে বিতর্ক শুরু হয়। ভারতীয় বায়ুসেনার প্রশিক্ষণ কেন্দ্রের পুরুষতান্ত্রিক মনোভাবের বর্ণনায় ক্ষুব্ধ হয়েছিল দেশের একাংশ। ছবিটি যাতে ওটিটি থেকে তুলে নেওয়া হয়, তার জন্য দিল্লি হাইকোর্টে আবেদনও করা হয়েছিল।

 

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ