তিন লাখ গাড়ি প্রত্যাহার করছে কিয়া মোটরস

 ইঞ্জিন ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ৯৫ হাজার গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান কিয়া মোটরস। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কিয়া মোটরস ও তাদের সহযোগী প্রতিষ্ঠান হুন্দাই মোটরকে গাড়ি প্রত্যাহারে দেরি করছে বলে অভিযোগ আনে। এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর: এপি।

প্রত্যাহার করা গাড়িগুলোর মধ্যে রয়েছে ২০১২ সাল থেকে ২০১৩ সালের তৈরি সরেন্টো এসইউভি, ২০১২ সাল থেকে ২০১৫ সালের মধ্যে তৈরি ফোর্টে ও ফোর্টে কুপ। এছাড়া ২০১১ সাল থেকে ২০১৩ সালের মধ্যে তৈরি অপটিমা হাইব্রিট এবং ২০১৪ থেকে ২০১৫ সালের তৈরি স্পোর্টজ এসইউভি মডেলের গাড়িও প্রত্যাহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রিশন (এনএইচটিএসএ) ২০১৯ সালে ইঞ্জিনে আগুন লাগার একটি ঘটনা তদন্ত শুরু করেছে। অলাভজনক সংস্থা সেন্ট্রাল ফর অটো সেফটির একটি মামলার সূত্র ধরে তদন্ত শুরু হয়। সংস্থাটি বলছে, তাদের কাছে গাড়ির মালিকরা তিন হাজার ১০০টি আগুন লাগার এবং ১০৩টি আহত এবং একজন নিহত হওয়ার অভিযোগ করেছেন। এ তদন্ত শুরু হওয়ার পরই কিয়া গাড়ি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটি আগামী ২৭ জানুয়ারি থেকে গাড়ির মালিকদের নোটিস পাঠাবে। ডিলারদের কাছে ওই গাড়িগুলো নিয়ে গেলে, তারা জ্বালানি লিক হওয়াসহ ইঞ্জিনের ত্রুটিগুলো দেখবেন। যদি প্রয়োজন হয় তাহলে পরিবর্তন করে দেবেন। এছাড়া কিয়া মোটরস একটি সেন্সর সফটওয়্যারও হালনাগাদ করছে।

এনএইচটিএসএ গত সপ্তাহে এনএইচটিএসএ কিয়া ও হুন্দাইকে ১৩৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ১০ লাখ ত্রুটিযুক্ত গাড়ি প্রত্যাহার করে নিতে দেরি করছে। আগামী তিন বছর এ নিয়ে কোম্পানির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে জরিমানা কার্যকর হবে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ