প্রিয় নেতার জয়ে আঙুল কেটে মন্দিরে উৎসর্গ

ভারতের বিহারের জাহানাবাদে এমন এক যুবক রয়েছেন, যিনি নীতিশ কুমার প্রত্যেকবার মুখ্যমন্ত্রী হলে নিজের একটি করে আঙুল কেটে ভগবানের কাছে উৎসর্গ করেন।

সোমবার অনিল শর্মা নামে সেই যুবক তার হাতের চতুর্থ আঙুল কেটে গড়াইয়া বাবার মন্দিরে উৎসর্গ করেছেন। অনিল জানিয়েছেন, নীতিশ কুমার তার প্রিয় নেতা বলেই তিনি এই কাজ করেন। খবর কলকাতা টুয়েন্টিফোরের।

জাহানাবাদ জেলার ঘোসি থানা এলাকার ভাইনা গ্রামের বাসিন্দা অনিল শর্মা। নীতিশ মুখ্যমন্ত্রী হওয়ায় আগেই তিনটি আঙুল কেটে ফেলেছিলেন ৪৫ বছর বয়সী অনিল শর্মা। গত ১৬ নভেম্বর নীতিশ কুমার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে অনিল তার চতুর্থ আঙুল কেটে ফেলেন।

নেতার প্রতি অনিল শর্মার এই আবেগ দেখে অবাক হয়ে গেছেন স্থানীয়রা। কিন্তু অনিল জানিয়েছেন, তিনি এই কাজ করে আনন্দ পান।

জানা গেছে, নীতিশের জয়ের জন্য এবার গড়াইয়া বাবার কাছে মানত করেছিলেন অনিল। নীতিশ বিহারের মুখ্যমন্ত্রীর সিংহাসন পাওয়ার পর সেই মানত মতোই নিজের আঙুল কেটে ফেলেন তিনি।

উল্লেখ্য, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নীতিশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ বিহারে বিধানসভা নির্বাচনে জিতেছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ