সরকারের কাছে কানাডার ‘বেগমপাড়ায়’ সরকারি কর্মকর্তাদের বাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুদক সচিব দিলওয়ার বখত। তিনি বলেন, কানাডার বেগমপাড়ায় সরকারি কর্মকর্তাদের ২৮টি বাড়ির বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা সরকারের কাছে তালিকা চেয়েছি। এ বিষয়ে আমাদের চেয়ারম্যানও কথা বলেছেন। আমরা এই তালিকা খুঁজছি। তালিকা পাওয়া গেলে আমরা কাজ শুরু করব।