কুইবেকে বাংলাদেশী কানাডিয়ানদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাঙালি পেশাজীবিদের নিয়ে গঠিত একটি ওয়েব ডিরেক্টরী ‘BBIQ’ এর কাজ এগিয়ে চলেছে। www.bbiq.ca নামের এই ডিরেক্টরীর ডেভলাপমেন্ট ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। এখন চলছে এতে বিজনেস এবং পেশাজীবিদের এন্ট্রির কাজ।
কুইবেকে অবস্থিত বাংলাদেশী কানাডিয়ানদের দ্বারা পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলি যাতে একনজরে দেখা যায় এবং প্রয়োজনে নিজেদের পছন্দমতো প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাজ সারা যায়, সেই সুযোগ করে দেওয়াটাই হবে BBIQ সাইটের মূল লক্ষ্য। ব্যক্তিগত উদ্যোগে সাইটটি ডেভলাপ করেছেন রিয়েল্টর প্রকৌশলী শিহাব উদ্দিন। সাইটের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে জনাব শিহাবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, “আমরা প্রায়ই দেখি, অনেকেই বিভিন্ন প্রয়োজনে এবং বিভিন্ন ক্ষেত্রে খোঁজ করেন যে এখানে/ওখানে আমাদের দেশীয় কমিনিউনিটির কেউ আছেন কিনা। বাস্তবতার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই আংশিক ও অপূর্ণাঙ্গ তথ্যের চেয়ে বেশি জোগাড় করা সম্ভবপর হয় না। তাই আমি এই কাজটি সহজ করে দেয়ার চেষ্টা করছি। ”
BBIQ-তে ডাটা এন্ট্রির ব্যাপারে কোন গাইডলাইন আছে কিনা জানতে চাওয়া হলে শিহাব উদ্দিন জানান “ডাটা অথেন্টিক রাখার চেষ্টা করা হচ্ছে। আর এখানে সব ব্যবসাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকলেও সব প্রফেশনালদের অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। প্রতিনিয়ত যেসকল প্রফেশনালদের কাজের সন্ধান করতে হয় এবং যাদের সেবা সচরাচর দরকার পড়ে, তাদের তথ্যই কেবল মাত্র এন্ট্রি করা হবে।
ডাটা কালেকশনের কাজ কিভাবে চলছে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, “প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগতভাবে পরিচিতদের ডাটাই এন্ট্রি হয়েছে। সাইট বিল্ড হয়েছে বেশিদিন নয়, কিন্তু ইতোমধ্যে অনেকেই সাইটে যুক্ত হয়ে নিজের ডাটা নিজেই এন্ট্রির সুবিধার জন্য রিকোয়েস্ট করছেন, যে কারণে সেই সুবিধাও চালু করা হয়েছে। আবার অনেকে সরাসরি যোগাযোগ করে মেসেজ বা ইমেইলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে দিচ্ছেন। এভাবেই সমৃদ্ধ হচ্ছে এই ওয়েব ডিরেক্টরি।” উল্লেখ্য যে, যেকোনো প্রতিষ্ঠান বা পেশাজীবির ক্ষেত্রেই আমাদের এই সাইটে যুক্ত হওয়া এবং নিজের বা নিজ প্রতিষ্ঠানের তথ্যাদি সংযোজন করা সম্পূর্ণ বিনামূল্যে, কেননা সর্বোতভাবে বাঙালি কমিউনিটির প্রতি নন প্রফিট সেবা কার্যক্রম চালানোর কথা মাথায় রেখেই এই ওয়েবসাইট বিল্ড করা হয়েছে, যা সবসময়ই ফ্রি থাকবে।এই সাইটটিতে ব্যবসায়ী এবং পেশাদার বাংলাদেশী কানাডিয়ানদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। কানেক্টিভিউটি, আন্তরিকতা এবং কমিউনিটিতে একে অপরকে আরো ভাল করে জেনে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই এই ওয়েব পোর্টালের লক্ষ্য। ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এন্ট্রি সম্পন্ন হয়েছে। প্রতিদিনই নতুন এন্ট্রির জন্য রিকোয়েস্ট আসছে।