দুদকের অনুসন্ধানে থাকা কয়েকজন সংসদ সদস্যকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. মোজাম্মেল হক খান।
বুধবার কুয়েতে গ্রেপ্তার স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাপুল ও তার স্ত্রী সেলিনা ছাড়া আরও ২০ জন সংসদ সদস্যের ব্যাপারে অনুসন্ধানের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনুসন্ধানে থাকা অন্যান্য এমপিদের বিষয়েও আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা যথাসময়ে সেটিরও রেজাল্ট দিতে পারব।
এসব সংসদ সদস্যের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, খাস জমি দখল, ঘুষ গ্রহণ, কমিশন নেওয়া ও চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মোজাম্মেল হক বলেন, আমাদের কোনো কাজে থেমে নেই। আমরা মানুষের প্রত্যাশা অনুযায়ী চেষ্টা করি যে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আইনের সম্মুখীন করা হবে। এই ব্যাপারে কোনো বিলম্ব হবে না। শিগগিরই তা করা হবে। তবে সময় বলা যাবে না।
তিনি বলেন, আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির ঊর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে, সেভাবেই আমরা কাজ করি।