আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার মৃদু উপসর্গ দেখা দিলে আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা করান। তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শমতো নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনার মৃদু উপসর্গ থাকলেও তিনি শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন। তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন