ভোরের আলো রিপোর্ট: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর কানাডা প্রবাসী গ্রাজুয়েটদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর টরেন্টোর সুনামধারী গ্র্যান্ড সিনেমোন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত অনুষ্ঠানের আয়োজক ছিলেন ‘ইউনাইটেড বাউ এলামনাই কানাডা’। সুন্দর এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ। বাংলাদেশি কমিউনিটির কোন মিলনমেলায় এই প্রথম টরেন্টো সিটি মেয়র উপস্থিত হন। সন্ধ্যা পাঁচটা থেকে রাত ১১ টা পর্যন্ত চলা কৃষিবিদদের মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কারবোরো সাউথ-ওয়েস্টের এমপিপি ও লিডার অব অফিসিয়াল অপজিশন ডলি বেগম। অনুষ্ঠানের শুরুতে ছিল প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য, সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য এবং ইউনাইটেড বাউ এলামনাই কানাডার কার্যনির্বাহী কমিটির ফটোসেশন। এরপর অনুষ্ঠানের মূল প্রাণ স্পন্সরদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন টরেন্টো সিটি মেয়র অলিভিয়া চাউ এবং এমপিপি ডলি বেগম। এ পর্বে প্রাইম স্পন্সর ব্যারিষ্টার ওমর হাসান আল জাহিদ, রিয়েলটর আব্দুল আউয়াল, মর্টগেজ এজেন্ট বজলুর মারুফ এর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পাওয়ার্ড বাই স্পন্সর আরিফ ইমতিয়াজ, প্ল্যাটিনাম স্পন্সর রিজুয়ান রহমান, গোল্ড স্পন্সর আলবিয়ন বিল্ডিং কনস্ট্রাকশন, সার্টিফাইট হোম ইন্সপেক্টর ফারুক হোসেন, রিয়েলটর রায়হান চৌধুরী, ব্যারিষ্টার সূর্য চক্রবর্তী, রিয়েলটর এএসএম মোস্তাক, সিলভার স্পন্সর রুপসী বাংলা রেস্টুরেন্ট, রিয়েলটর গৌতম পাল, সিএম ডিজাইনার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, একাউনট্যান্ট মোর্শেদ নিজাম সিপিএ, ইমিগ্রেশন কনসালট্যান্ট তানভীর নাওয়াজ, রিয়েলটর রাফি আলম, রিয়েলটর হিশাম চিশতি, মর্টগেজ এজেন্ট আসহাব খান আসাদ, রিয়েলটর ফারাহ খান, অলওয়ে বাংলা এক্সচেঞ্জের মাহবুবুল আই চৌধুরী (সাইফুল), রিয়েলটর সুমন সাঈদ, ডেনফোর্থ ইনক এন্ড টোনার লিমিটেডের কৃষিবিদ মো. সামসুজ্জোহা, একাউনট্যান্ট গৌতম সরকার সিপিএ, রিয়েলটর চিত্ত দাস, রিয়েলটর দুলাল ভৌমিক, মর্টগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, কাওসার ফ্রেস ফুড, ওয়াইল্ড অরেঞ্জ রেস্টুরেন্ট এর কৃষিবিদ দুলাল সি পল, রিয়েলটর প্রণবেশ পোদ্দার এবং সুজয় পোদ্দার। সম্মাননা প্রদান শেষে থেমে থেমে গান ও নাচ পরিবেশিত হয়। সংগঠনের শিল্পীদের বাইরে অনুষ্ঠানের প্রধান আকর্ষণছিলেন বাংলাদেশের লোক সংগীতের কিংবদন্তী শিল্পী রথীন্দ্রনাথ রায়। তিনি ভাওইয়াসহ বেশ ১০ টি গান পরিবেশন করেন। রথীন্দ্রনাথ রায়ের গান অন্যরকম আনন্দ দিয়েছে কৃষিবিদ এলামনাই, স্পন্সর এবং অতিথিদের। অনুষ্ঠানে বয়োজ্যষ্ঠ কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায় যেভাবে গান গাইলেন এবং গাওয়ালেন তা টরেন্টোবাসির অনেক দিন মনে থাকবে। বাউ ফ্যামেলি নাইটে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি ফায়েজুল করিম এবং সাধারণ সম্পাদক মির্জা মোস্তাফিজুর রহমান। এলামনাইয়ের সদস্য, তাদের পরিবারের সদস্য, স্পন্সর, অতিথি, মিডিয়া, মিউজিশিয়ান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।