গত ২ এপ্রিল রোববার টরেন্টোর আল-মানি রেস্টুরেন্টে কানাডা বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২৩ ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেননি, তিনি একজন সেক্টর কমান্ডার ও জেডফোর্সের অধিনায়ক হিসেবে যুদ্ধ করে জয়লাভ করেছেন। দেশের ক্রান্তিকালে ৭৫ সালে জাতির ঐতিহাসিক প্রয়োজনে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং একদলীয় বাকশাল ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। তিনি দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাবিবুর রহমান চৌধুরী মারুফ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোরের আলো সম্পাদক আহাদ খন্দকার, সভা পরিচালনা করেন জাকির খান। সভায় বক্তব্য রাখেন মাহবুব উর রব চৌধুরী, ড: এনাম উল্লাহ মিয়া, এস তপন মাহমুদ, এজাজ আহমেদ খান, নাজমা হক, রাসেল সিদ্দীকি, মাহবুব চৌধুরী রণি, আবুল কালাম আজাদ, আবু জহির মোঃ সাকিব, শরীফ খান, আমরিন হোসেন, রিমন ইসলাম, মোহাম্মদ সাহেদ, শেখ আজম সরোয়ার, এস সুহেলুজ্জামান খান, মাহমুদ হোসেন সুমন, মোঃ শহীদুর রহমান, মিলন আরিফ, মেহেদী ফারুক, আলী হোসেন, ইমন চৌধুরী, আব্দুল মান্নান, রাহেল আহমেদ, সাকিব আহমেদ, বিল্লাল আহমেদ, এম.এ. তারেক, ইমরান আহমেদ, আনোয়ার হোসেন, শরিফ চৌধুরী সহ আরো অনেকে।