অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিত্যের ছোটোকাগজ ‘স্রোত’-এর আয়োজনে প্যারিসে অনুষ্ঠিত হয়েছে একুশের কবিতা পাঠ ও আলোচনা সভা।
কবি বদরুজ্জামান জামানের উপস্থাপনায় গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার সন্ধ্যায় প্যারিসের একটি হলে এ কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে একুশের প্রথম প্রহর হিসাব করে একুশের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ সমবেত কণ্ঠে পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে-আলোচনা এবং একুশ নিয়ে লেখা প্রসিদ্ধ কবিতাসমূহের আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি আবু জুবায়ের, সংগীতশিল্পী আরিফ রানা, আবৃত্তিশিল্পী শম্পা বড়ুয়া, আবৃত্তিশিল্পী মুনির কাদের, আবৃত্তিশিল্পী ও লেখক মোহাম্মদ গোলাম মোর্শেদ, ছড়াকার লোকমান আহমদ আপন, সংগীতশিল্পী ইসরাত খানম ফ্লোরা, অভিনেতা সোয়েব মোজাম্মেল, স্রোত সম্পাদক কবি বদরুজ্জামান জামান, কবি মেরি হাওলাদার, রামিসা বাতুল, পলাশ বড়ুয়া প্রমুখ। সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কুমকুম সাইদা।