মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসন্ন। তাই একুশের প্রথম প্রহরের নিরাপত্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার শৃঙ্খলা এবং প্রচারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে গত রবিবার ৬ ফেব্রুয়ারী ২০২৩, রাতে ডেনফোর্থের রেড হট তন্দুরি রেস্টুরেন্টে সর্বজনীন একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইন্জিনিয়ার রেজাউর রহমানকে আহবায়ক, একে আজাদকে যুগ্ম আহবায়ক এবং ফায়েজুল করিমকে সদস্য সচিব করে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। মূল কমিটি ছাড়াও ৫২ সদস্যের উপদেষ্টা কমিটি ও ২০১ সদস্যের কাযকরী কমিটি গঠন করা হয়। পাশাপাশি এসব কমিটিকে সহায়তা দেওয়ার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।

