মন্ট্রিয়লের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিচিত এক মুখ নাজনীন নিশা। উপস্থাপনা, গান এবং কবিতার পাশাপাশি তিনি লেখালেখিও করেন।
কোভিডকালীন সময়ে ভিন্ন ভিন্ন ধারার মোট ছয়টি ছোটগল্পের সমন্বয়ে তিনি লিখেন ‘মোহ’ নামক গল্পসংকলন।
জীবনের উত্থানপতন কিংবা ভাঙাগড়ার দৃশ্যগুলোকে মানসপটে এনে তা তার নিজের মতো করে গল্পের রূপে সাজাতে তিনি ভালোবাসেন। তাই তাঁর বইটিতে আমরা পেতে পারি রোমান্টিক-বিরহ, মুক্তিযুদ্ধের ছোঁয়া, রম্য এ রকমই কিছু বাস্তব গল্পের কাল্পনিক রূপ যা সত্যিই অসাধারণ লেখনী দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন বইয়ের প্রতিটি পাতায়। নাজনীন নিশার গল্প বলার ভঙ্গি অসাধারণ। পাঠককে গল্পের সাথে আটকে রাখতে তিনি সক্ষম। প্রতিটি গল্পের শেষে এমন সব টুইস্ট ছিল, যা পাঠকদের চমক দিবে। এ কারণে গল্পগুলো আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। বইটি প্রকাশক ঢাকার মেট্রো পাবলিকেশন্স।
এবারের একুশের বইমেলা প্রাঙ্গনে মেট্রো পাবলিকেশন্স এর স্টলে নাজনীন নিশার লেখা প্রথম গল্পসংকলন বইটি পাওয়া যাবে।