যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধ বিমান কিনছে কানাডা। দেশ দুইটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির আওতায় ৮৮টি এফ-৩৫ যুদ্ধবিমান পাবে কানাডা। ওটোয়া সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের।
কানাডিয়ান সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন-তৈরি বিমানগুলোর প্রথম চালান ২০২৬ সালে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। ২০৩৩ বা ২০৩৪ সালের মধ্যে সম্পূর্ণ ফ্লিট চালু হতে পারে।
এই চুক্তির মাধ্যমে কানাডা পঞ্চম-প্রজন্মের যুদ্ধবিমান পেতে যাচ্ছে। এফ-৩৫ কে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ এক বিবৃতিতে বলেছেন, জটিল বৈশ্বিক পরিবেশে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতিতে সাড়া দিতে সক্ষম এমন একটি সামরিক বাহিনী প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, বিশ্বজুড়েই নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এফ-৩৫ কানাডিয়ানদের সুরক্ষা, আর্কটিক নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব বৃদ্ধির জন্য অপরিহার্য।
নির্মাতা লকহিড মার্টিন গত এক বছরে ব্যাপক চাহিদা দেখেছে, বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর।
জার্মানি, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড ২০২২ সালে এফ ৩৫ এর জন্য চুক্তি করে। তখন ন্যাটো মিত্র গ্রীস ও চেক প্রজাতন্ত্রও যুদ্ধবিমানটি কেনার ঘোষণা দেয়।