গত ২৭ শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় ৩০৩০ ডানফোর্থ এভিনিউস্থ রেডহট তান্দুরী রেষ্টুরেন্ট এ বাংলাদেশী কানাডিয়ান ক্লাব টরেন্টোর নিয়মিত মাসিক সভা ও বিজয় দিবসের আলোচনা সভা জনাব মঈন চৌধুরীর সভাপতিত্বে ও কামরুল হাসান সাহানের পরিচালনায় অনুষ্টিত হয়।
ক্লাব সদস্য জনাব জুনায়েদ আহমদের সাবলীল তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরন করেন ৭১ সালের রণাঙ্গনের সম্মানিত বীর মুক্তিযুদ্ধা জনাব প্রফেসর মুহাম্মদ মাসুক মিয়াকে । পরবর্তীতে সভার সভাপতির প্রস্তােব ২০২৩ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয় ।
কমিটি সম্মানিত সদস্যগণ হলেন সভাপতি জনাব মঈন চৌধুরী, নির্বাহী সভাপতি জনাব প্রফেসর মুহাম্মদ মাসুক মিয়া, সহ সভাপতি জনাব নিরঞ্জন দাস, সহ সভাপতি প্রভাষক আসিকুজ্জামান, সাধারন সম্পাদক জনাব কামরুল হাসান সাহান, যুগ্ম সাধারন সম্পাদক জনাব মোহাম্মাদ কামিল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মিজান আহমদ, অর্থ সম্পাদক জনাব এডভোকেট আব্দুল মালিক, ডাইরেক্টর জনাব প্রফেসর আতাউর রহমান, জনাব আ ন ম ইউসুফ, জনাবা তাহমিনা চৌধুরী, জনাব ফয়জুর চৌধুরী, জনাব মোস্তাক আহমদ চৌধুরী ও জনাব আজিজুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে জনাব নুরুল ইসলামকে প্রধান উপদেষ্টা ও জনাব আখলাক হোসেনকে উপদেষ্টা মনোনীত করা হয়। সংগঠনের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন জনাব প্রফেসর আতাউর রহমান , আখলাক হোসেন, নিরঞ্জন দাস, ডাঃ জৌতির্ময় দত্ত, আ ন ম ইউসুফ, মাষ্টার হেলাল উদ্দীন, মোহাম্মদ কামিল হোসেন , মোস্তাক আহমদ চৌধুরী, জনাবা তাহমিনা চৌধুরী, ফয়জুর রহমান, ফয়জুল চৌধুরী, আশিকুজ্জামান, মিজান আহমদ, আজিজুল ইসলাম, শামীম আহমদ, নাহিদ হোসেন, জেসমিন নাহার, মকবুল হোসেন মন্জু, আলী হোসেন প্রমুখ।