ভোরের আলো রিপোর্ট: কমিউনিটির অতি পরিচিত তিন ব্যারিস্টার রিজোয়ান রহমান, ওমর জাহিদ এবং আরিফ হোসেন। এ তিন ব্যারিস্টার গত ১৬ ডিসেম্বর, শুক্রবার রাতে পেলেন ‘সার্টিফিকেট অফ অ্যাওয়ার্ড’।
বাংলাদেশি কমিউনিটিতে কাজের ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে প্রেস্টিজিয়াস এ অ্যাওয়ার্ড দিয়েছে ‘ন্যশানাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অফ কানাডা’।
জমকালো এ অনুষ্ঠানে টরেন্টো সিটি মেয়র জন টোরি, স্কারবো গিল্ডওডের এমপিপি মিটজি হান্টার, স্কারবো সাউথওয়েস্টের এমপিপি ডলি বেগমসহ কানাডার ফেডারেল ও প্রভিন্সিয়াল সরকারের জন প্রতিনিধি, টরেন্টোসহ বিভিন্ন সিটি’র কাউন্সিলর এবং ফেডারেল সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ব্যারিস্টার ওমর জাহিদ ও আরিফ হোসেন সশরীরে উপস্থিত হয়ে তাদের অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। তবে রিজোয়ান রহমান ব্যস্ততার কারনে অ্যাওয়ার্ড গ্রহণ করতে উপস্থিত হতে পারেননি। তার পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন রিয়েলটর আজমল মিয়া।
এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ওমর জাহিদ বলেন, কমিউনিটি’র মানুষেরা আমার অনেক আপন। তাদের বিপদে আপদে সব সময় পাশে থাকতে পারলে মনটা আনন্দে ভরে উঠে। এর স্বীকৃতি হিসেবে একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেলাম। এ অ্যাওয়ার্ড আমার দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিয়েছে।
ব্যারিস্টার আরিফ হোসেন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার ভালবাসার জায়গা কমিউনিটর মানুষেরা। তাদের জন্য কিছু করতে পারলে খুবই আনন্দিত অনুভব করি। এ অ্যাওয়ার্ড আমার দায়িত্বকে অনেক বাড়িয়ে দিল।
ব্যারিস্টার রিজোয়ান রহমান অ্যাওয়ার্ড নিতে নিজে উপস্থিত থাকতে না পারার কারণ ব্যাখ্যা করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি আদ্যোপান্ত বর্ণনা করেছেন।
উল্লেখ্য যে, প্রেস্টিজিয়াস এ অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য সাপ্তাহিক ভোরের আলো’র পক্ষ থেকে তিন ব্যারিস্টার রিজোয়ান রহমান, ওমর জাহিদ এবং আরিফ হোসেনকে আন্তরিক অভিনন্দন। আলাদা এক বার্তায় প্রবাসী টিভি কর্তৃপক্ষও এ তিন তরুণ ব্যারিস্টারকে অভিনন্দন জানিয়েছেন।