শিক্ষকদের ধর্মঘট:
ডাগ ফোর্ড ব্যাক গিয়ারে

ভোরের আলো রিপোর্ট: অন্টারিও প্রদেশের শিক্ষকদের ধর্মঘট ডাকা নিষিদ্ধ। বেতনও বাড়বে কচ্ছপ গতিতে। গত ২৮ শে অক্টোবর এ সংক্রান্ত একটি আইন পাস করে ডাগ ফোর্ডের নেতৃত্বাধীন প্রভিন্সিয়াল সরকার। এরপরই ক্ষোভে ফেটে পড়ে কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (কিউপ)। এতে যোগ দেন ৫৫ হাজার শিক্ষক।তারা ধর্মঘট ডেকে পাবলিক স্কুলে ক্লাস নিতে অনীহা প্রকাশ করেন। এতে ক্ষেপে যান অন্টারিও প্র্রভিন্সিয়াল প্রিমিয়ার ডাগ ফোর্ড এবং তার মন্ত্রীরা। কিন্তু এতে শিক্ষকরা দমে যাওয়ার পাত্র নন। পর পর কয়েক দিন অচল করে দেন অন্টারিও প্রদেশের শিক্ষা ব্যবস্থা। ফলে বাধ্য হয়ে গত ৭ ই নভেম্বর অন্টারিও প্রিমিয়ার ঘোষণা দেন তিনি আইনটি বাতিল করবেন। যে আইনে ধর্মঘটকে নিষিদ্ধ করা হয়েছে। তবে ডাগ ফোর্ডের এ ঘোষণাকে মেনে নিতে নারাজ কিউপ। তারা এক ঘোষণায় জানিয়েছে, ডাগ ফোর্ডের ঘোষণাটি লিখিত হতে হবে। তবে শিক্ষামন্ত্রী স্টিফেন লেকার ঘোষণার পর কিউপের সাথে প্রভিন্সিয়াল সরকারের বফর গলতে শুরু করে। শিক্ষক মহলে ডাগ ফোর্ডের ব্যাক গিয়ারে চলে যাওয়া নিয়ে নানা কথা এরই মধ্যে চালু হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী শিক্ষক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ