বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোতে গত ০৪ নভেম্বর ২০২২ তারিখে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বানী পাঠ করা হয় এবং ‘জাতীয় সংবিধান দিবস’ এর তাৎপর্যের উপর আলোচনা করা হয়।
কনসাল জেনারেল জনাব মোঃ লুৎফর রহমান বলেন, বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইনই নয়; সংবিধানে বাংলাদেশ নামের রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা উল্লেখ করা আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সব ক্ষমতার উৎস। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করে আরও বলেন- গণপরিষদে সংবিধানের ওপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্খার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।’
উপস্থিত বক্তাগণ ‘জাতীয় সংবিধান দিবস’ এর তাৎপর্য ও ণ্ডরুত্বের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।- প্রেস বিজ্ঞপ্তি